লাকসামে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ!
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকাসামে রবিবার সাড়ে ১১টায় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর
মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। জানা যায়, পৌর সদরের বাইপাস হাউজিং
এস্টেট এলাকার ইউনিটি হসপিটালে বুকের ব্যাথা নিয়ে পৌর এলাকার কোমারডোগা
গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে স্থানীয় মসজিদের ইমাম কাজী মৌলভী আব্দুল করিম
(৪৫) ভর্তি হন। ওই মেডিকেলের আবাসিক
ডা: আয়েশা আক্তার (এমবিবিএস) ইনজেকশান পুশ করার কয়েক মিনিটের মাথায় রোগীর
মৃত্যু হয়। মৃত্যু সংবাদ রোগী পক্ষের নিকট পৌঁছার সাথে সাথে উত্তেজিত
জনতা হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন